রোলস রয়েস চালিয়ে চুল কাটতে আসেন বেঙ্গালুরুর এই নাপিত! জানুন রমেশ বাবুর কাহিনী

বেঙ্গালুরুর বাসিন্দা রমেশ বাবু একজন সাধারণ নাপিত থেকে পরিণত হয়েছেন ভারতের অন্যতম ধনী নাপিতে। তার ৪০০টি গাড়ি রয়েছে যার মূল্য কয়েকশ কোটি টাকা। কিন্তু, তিনি এখনও চুল কাটা বন্ধ করেননি এবং এখনও তার সেলুনে তিনি কাজ করেন।
রমেশ বাবু ১৯৭৩ সালে বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন নাপিত। রমেশের বাবা মারা গেলে তিনি মাত্র সাত বছর বয়সেই বাবার সেলুন চালানোর দায়িত্ব নেন। ছোটবেলা থেকেই তার গাড়ির প্রতি ছিল অগাধ ভালোবাসা। তিনি স্বপ্ন দেখতেন একদিন তার নিজের গাড়ি থাকবে।
রমেশ বাবু কঠোর পরিশ্রম করে তার স্বপ্ন পূরণ করেন। তিনি তার সেলুনে দিন-রাত কাজ করে টাকা-পয়সা জমাতে থাকেন। কিছুদিন পর তিনি একটি মারুতি ওমনি গাড়ি কিনে ফেলেন। এরপর তিনি আরও গাড়ি কেনার জন্য টাকা জমাতে থাকেন।
রমেশ বাবু তার গাড়ি ভাড়া করেও টাকা উপার্জন করতেন। তিনি নতুন নতুন গাড়ি বের হলেই সেগুলো কিনে ফেলতেন। ধীরে ধীরে তার গাড়ির সংগ্রহ বাড়তে থাকে। বর্তমানে তার ৪০০টিরও বেশি গাড়ি রয়েছে।
রমেশ বাবুর গাড়ির সংগ্রহে রয়েছে রোলস রয়েস, মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, জাগুয়ার, Lamborghini, Ferrari-সহ বিভিন্ন বিলাসবহুল গাড়ি। তার গাড়িগুলোর মূল্য কয়েক কোটি টাকা।
রমেশ বাবু এখনও তার সেলুনে কাজ করেন। তিনি বলেন, “আমি যেখানে থেকে শুরু করেছি, সেখানেই ফিরে যেতে চাই।” তিনি তার সেলুনে আসা সব ক্লায়েন্টের সাথে ভালো ব্যবহার করেন।