বিনোদন

রেস্টুরেন্ট নিয়ে বিতর্ক তুঙ্গে, আইনি নোটিশ পেলেন বিরাট কোহলি!

 

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির মুম্বইয়ের রেস্তোরাঁয় ধুতি পরা এক তামিল যুবককে ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

ওই যুবক বলেন, তিনি মুম্বইয়ে এসে একটি পাঁচতারা হোটেলে উঠেছিলেন। এরপর তিনি বিরাট কোহলির ওয়ান এইট কমিউন রেস্তোরাঁয় গেলেন। কিন্তু ঢোকার মুখেই তাকে বাধা দেওয়া হল। রেস্তোরাঁর কর্মীরা বললেন, ধুতি পরা অবস্থায় তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক সাদা ধুতি এবং সাদা শার্ট পরে আছেন। তামিলনাড়ুতে এই পোশাকেই সাধারণত পুরুষদের দেখা যায়। কিন্তু বিরাট কোহলির রেস্তোরাঁয় এই পোশাক পরাতেই তাকে ঢুকতে দেওয়া হয়নি।

এই ঘটনায় অনেকেই রেস্তোরাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, ধুতি ভারতের একটি ঐতিহ্যবাহী পোশাক। এই পোশাকে রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেওয়ায় তামিল সংস্কৃতির প্রতি অবমাননা করা হয়েছে।

অন্যদিকে, কিছু লোক বলছেন, অনেক রেস্তোরাঁয়ই পোশাকবিধি বা ড্রেস কোড থাকে। সেই অনুযায়ী কর্মীদের নির্দেশ দেওয়া থাকে। এই ঘটনায় রেস্তোরাঁর কর্মীদের কোনো দোষ নেই। বিষয়টি নিয়ে বিরাট কোহলির রেস্তোরাঁর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Related Articles