বিনোদন

রেস্টুরেন্ট ঘিরে আইনি সমস্যা! বিপাকে পড়তে পারেন বিরাট কোহলি

 

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক বিরাট কোহলির ব্যবসায়িক যাত্রা বেশ সফল। তাঁর দুটি রেস্তোরাঁ, ‘ওয়ান ৮ কমিউন’ (মুম্বই) এবং ‘ওয়ান ৮ কমিউন’ (দিল্লি) বেশ জনপ্রিয়। কিন্তু সম্প্রতি কোহলির এই রেস্তোরাঁ দুটি আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছে।

ডিসেম্বরের শুরুতে মুম্বইয়ের রেস্তোরাঁয় ভারতীয় পোশাক পরে খেতে যাওয়া এক ব্যক্তিকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

এবার দিল্লির রেস্তোরাঁয় আইনভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ, রেস্তোরাঁয় অনুমতি ছাড়াই গান বাজানো হচ্ছে। এই অভিযোগ নিয়ে ফোনোগ্রাফিক পারফরম্যান্স লিমিটেড নামের একটি সংস্থা দিল্লি হাই কোর্টে মামলা করে।শুনানিতে বিচারপতি সি হরি শঙ্কর রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ফোনোগ্রাফিক পারফরম্যান্স লিমিটেডের স্বত্ব থাকা গান বাজানো অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন। তিনি বলেন, সংশ্লিষ্ট স্বত্বাধারী সংস্থার অনুমতি না নিয়ে গান ব্যবহার করা অনুচিত।

Related Articles