বিনোদন

রুদ্ররূপের আসল রূপ সবার সামনে নিয়ে আসবে ফুলকি!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। সম্প্রতি এই ধারাবাহিকে ফুলকির প্রথম ম্যাচ খেলার ঘটনা ঘটে। এই ম্যাচের আগে ফুলকির স্বামী রোহিত, রুদ্ররূপের মুখোশ খুলতে ফুলকিকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়।

ফুলকির ম্যাচের দিন রুদ্ররূপ ফুলকির সামনে হাজির হয়। সে ফুলকিকে হুমকি দেয় যে, যদি সে ম্যাচ জিতে যায়, তাহলে সে ফুলকিকে মেরে ফেলবে। ফুলকি এই হুমকির মুখে ভয় পেয়ে যায়। কিন্তু রোহিত তাকে সাহস দেয়।

ম্যাচ শুরু হয়। ফুলকি প্রথমে ভালো খেলে। কিন্তু রুদ্ররূপের হুমকির কারণে সে শেষ পর্যন্ত ম্যাচ হেরে যায়। রুদ্ররূপ ফুলকিকে মারতে যায়, কিন্তু রোহিত তাকে বাধা দেয়।

এই ঘটনার পর ফুলকি আরও বেশি করে রুদ্ররূপের মুখোশ খুলতে চায়। সে রোহিতের সাহায্যে রুদ্ররূপের বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করছে।

Related Articles