রাজ চক্রবর্তীর ‘বাবলি’ ছবিতে সৌমিতৃষা?

রাজ চক্রবর্তীর পরিচালনায় নির্মিতব্য ‘বাবলি’ ছবিতে অভিনয় করছেন শুভশ্রী, আবির চট্টোপাধ্যায়, সৌরসেনী প্রমুখ। সম্প্রতি রাজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন, যেখানে তিনি জিন্স, সাদা টি-শার্ট ও কালো লেদার জ্যাকেটে সুপারকুল দেখাচ্ছেন।
এই ছবিতে কমেন্ট করে ‘আরে বস’ বলেছেন সৌমিতৃষা। এরপর থেকেই গুজব ছড়িয়ে পড়ে যে সৌমিতৃষাও ‘বাবলি’ ছবির অংশ।
তবে সৌমিতৃষা স্পষ্ট করে বলেছেন যে ‘বাবলি’তে তার অভিনয়ের কোনো প্রশ্নই নেই। সিনেমার মহরৎও হয়ে গেছে, এবং তিনি থাকলে ছবিতেই দেখা যেত। রাজ চক্রবর্তীর সাথে তার ভালো সম্পর্ক, এবং তিনি সৌমিতৃষার মেন্টর।
কিন্তু তার ছবিতে কমেন্ট করা মানেই ওই ছবিতে তার অভিনয়, এমনটা ভাবার কোনো কারণ নেই।’বাবলি’ ২০২৪ সালের সবচেয়ে বড়ো চমক বলে মনে করা হচ্ছে। এটি বুদ্ধদেব গুহের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। রাজ লিখেছেন, “বুদ্ধদেব গুহের সবচেয়ে প্রিয় উপন্যাস বাবলি এবার বড় পর্দায়।