বিনোদন

যাবতীয় বিতর্কের অবসান, শেষপর্যন্ত নির্বাচনে লড়ছেন হিরো আলম!

 

বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো আলম আবারও নির্বাচনে দাঁড়াচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ভোটারের সমর্থন না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এরপর হিরো আলম হাই কোর্টে আবেদন করেন। শুনানি শেষে ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
হিরো আলম বলেন, “প্রার্থিতা ফিরে পেয়েছি, নির্বাচন কমিশনকে ধন্যবাদ। এবার আমি আসনটি জয় করব।”

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। তবে তিনি পরাজিত হন।হিরো আলম বিভিন্ন কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন। তার নাটক, গান, চলচ্চিত্র সবই সমালোচিত হয়েছে। তবে তিনি জনপ্রিয়তা ধরে রেখেছেন।

Related Articles