বিনোদন

মিঠাইয়ের খোলস ছেড়ে বেরিয়ে রুমি হওয়া কতটা কঠিন ছিল সৌমিতৃষার জন্য? জানালেন অভিনেত্রী

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন। দেবের সঙ্গে অভিনীত “প্রধান” ছবিটি আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে। এই ছবিতে সৌমিতৃষাকে একজন পুলিশ অফিসারের স্ত্রী রুমির চরিত্রে দেখা যাবে।

ছবিতে রুমি চরিত্রের জন্য বেশ কঠিন পরিশ্রম করেছেন সৌমিতৃষা। তিনি বলেন, “এই চরিত্রের দুটো দিক দেখা যাবে। এক একটি মেয়ে কীভাবে বিয়ের পর স্বামীর সঙ্গে মানিয়ে নেয় সেটা, আরেকটি হল একজন শিক্ষিত মেয়ে কীভাবে নিজের অধিকারের কথা বলে সেটা। আমি যেহেতু এর আগে মিঠাইয়ে কাজ করেছি, সেখানে আমার চরিত্র ভীষণ ছটফটে ছিল, প্রচুর কথা বলতো। আর এখানে রুমি শান্ত। তাই ওই আড়াই বছরের অভ্যাস ছেড়ে এতে ধাতস্থ হতে কদিন সময় লেগেছিল।”

ছোট পর্দায় কাজ করে যে পরিমাণ অর্থ রোজগার করা যায়, বড় পর্দায় তা হয় না। এই বিষয়ে সৌমিতৃষা বলেন, “বড় পর্দাতেও কাজ করে ভালো অর্থ রোজগার করা যায়, যদি কেবল ছোট পর্দায় বেশি রোজগার করা যেত তাহলে সবাই সেখানেই কাজ করত। ওখানে যেমন ব্যাপারটা মাস মাইনের মতো, এখানে যতদিন কাজ করব সেই অনুযায়ী টাকা পাব। তবে যদি আমি নিজেকে প্রমাণ করতে পারি তাহলে আমি আমার মনের মতো অর্থ বড় পর্দা থেকেও রোজগার করতে পারব।”

Related Articles