বিনোদন

মল্লিকাদেবীকে কে গুলি মেরেছিল? জগদ্ধাত্রীর সন্দেহের তালিকা বাড়ছে

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীয়ের নতুন পর্বে দেখা যাবে, মল্লিকাদেবীকে কে গুলি মেরেছিল তা নিয়ে জগদ্ধাত্রীর সন্দেহের তালিকা বাড়ছে।

জগদ্ধাত্রী জানতে পেরেছে, মল্লিকাদেবীর গুলিবিদ্ধ হওয়ার আগে তিনি কৌশিকীকে ডেকেছিলেন। এতে করে, জগদ্ধাত্রীর মনে হচ্ছে কৌশিকীই মল্লিকাদেবীকে গুলি মেরে থাকতে পারে।

জগদ্ধাত্রীর আরেকটি সন্দেহের বিষয় হলো, বৈদিহি মুখার্জির ছেলে উৎসব। জগদ্ধাত্রী মনে করছে, উৎসবের সাথে মল্লিকাদেবীর কিছু গোপন সম্পর্ক ছিল। এ কারণে উৎসবও মল্লিকাদেবীকে গুলি মেরে থাকতে পারে।

জগদ্ধাত্রীর তদন্তের ফলে আরও কিছু সূত্র সামনে এসেছে। এর মধ্যে একটি হলো, মল্লিকাদেবীর গাড়ির ধাক্কা লেগে একজন পথচারী মারা গিয়েছিলেন। সেই পথচারীর নাম ছিল সুব্রত মণ্ডল। সুব্রত মণ্ডলের ছেলে অনিমেষ মণ্ডল একজন ডাক্তার। অনিমেষ মণ্ডল মল্লিকাদেবীকে গুলি করার জন্য একজন খুনি ভাড়া করতে পারে।

Related Articles