বিনোদন
মকর সংক্রান্তি উপলক্ষে ছেলের প্রথম ছবি সামনে আনলেন জিৎ! শুভেচ্ছা জানালেন সকলে

গত বছর পুজোর আগেই দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর জানিয়েছিলেন টলিউডের সুপারস্টার জিৎ। ১৬ অক্টোবর তার পরিবারে আসে পুত্রসন্তান। তিন মাস পর ছেলের ছবি এবং নাম প্রকাশ করলেন অভিনেতা।
সোমবার মকরসংক্রান্তির দিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন জিৎ। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতার কোলে একরত্তি শিশু। জিতের পোশাক দেখে অনুমান করা যায়, ছবিটি পুত্রের জন্মের পর হাসপাতালেই তোলা।
ছবির ক্যাপশনে জিৎ লিখেছেন, “আজ এই পুণ্য দিনে রণাভের সঙ্গে আলাপ করুন। ও পৃথিবীকে হ্যালো বলছে।”
জিৎ তার ছেলের নাম রেখেছেন রণাভ। তিন মাস বয়সী রণাভের ছবিতে তার মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না। তবে অভিনেতার কোলে বসে থাকার ভঙ্গিমা দেখে বোঝা যায়, রণাভ বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে।