বিয়ের দু’দিন আগে বিয়ে বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা! কিভাবে পরিস্থিতি সামলালেন ভিকি?

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সওয়াই মাধোপুরে বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। বিয়ের আগে পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। কিন্তু বিয়ের দিন দু’দিন আগে নাকি ক্যাটরিনার অভিমানে বিয়ে পড়েছিল বিপদে।
ক্যাটরিনা ও ভিকির বয়সের ফারাক বছর পাঁচেকের। বলিউডে ক্যাটরিনা অনেকটাই বেশি অভিজ্ঞ। তিনি একজন সুপারস্টার। সারা বছরই তাঁর ব্যস্ততা থাকে। বিয়ের পরও তিনি কোনো বিরতি নেননি। টাইগার ৩-এর শুটিং শুরু করে দেন। কিন্তু বিয়ের দিন দু’দিন আগে যখন ভিকিকে জ়রা হটকে জ়রা বাঁচকে ছবির শুটিংয়ে আসার জন্য বলা হয়, তখন ক্যাটরিনা বেঁকে বসেন। তিনি ভিকিকে বলেন, “বিয়ের দু’দিন আগে যদি শুটিংয়ে যাও, তা হলে এখন বিয়েটা করার দরকার নেই।”
ক্যাটরিনার এমন অভিমান দেখে ভিকি আর কোনো কথা বাড়াননি। বিয়ের পরেই সারা আলি খানের সঙ্গে এই ছবির বাকি শুটিং শেষ করেন।
এই ঘটনা থেকে বোঝা যায়, ক্যাটরিনা তার সম্পর্কের ব্যাপারে খুবই সিরিয়াস ছিলেন। তিনি চাইতেন, বিয়ের আগে ভিকি তার জন্য পুরোপুরি সময় দিক। আর ভিকিও ক্যাটরিনার অভিমান ভাঙানোর জন্য বিয়ের পরেই শুটিং শেষ করে দেন।
এই ঘটনাটি বলিউডে বেশ আলোচিত হয়। অনেকেই বলেছিলেন, ক্যাটরিনার এমন অভিমান দেখে ভিকি বুঝতে পেরেছিলেন যে ক্যাটরিনাকে তিনি কতটা ভালোবাসেন।