বিনোদন

বাড়ি ছাড়ার আগে সূর্যর সঙ্গে বোঝাপড়া করে নিতে চায় দীপা!

 

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। সূর্য দীপা ও তার দুই মেয়ে সোনা রুপা সমস্ত ব্যাগ গুছিয়ে রওনা দিতে যাবে ঠিক এমন সময় মিশকা ওপর থেকে দাঁড়িয়ে সমস্তটা দেখছে। কি এমন প্ল্যান করতে চলেছে মিশকা সূর্যকে আটকানোর জন্য।সূর্য দীপা ও তার দুই সন্তানকে নিয়ে বিদেশ চলে যেতে চাইছিল। কিন্তু লাবণ্য এবং দীপা তারা কেউই চাইছে না একজন বাবার থেকে সন্তানকে আলাদা করে রাখতে। কিন্তু সূর্য কিছুতেই বোঝাতে পারছে না যে সে আসল বাবা নয় মিশকার সন্তানের।

সূর্য ওরা চলে যাচ্ছে দেখে মিশকা পাগলের মতন করছে। মিশকা চাইছে সূর্যর কাছে যেতে, যাকে ওকে আটকানো যায় কিন্তু বাড়ির সকলেই কিছুতেই মিস কাকে বাড়ির বাইরে বেরোতে দিচ্ছে না। সকলেই বোঝাচ্ছে সে এখন মা হতে চলেছে তাই তার ভালোভাবে থাকাটা খুব জরুরী।

মিশকা সন্তানের জন্ম দিয়েছে আর সেই সন্তানকে এবং তার মাকে সেনগুপ্ত পরিবারে নিয়ে এসেছে লাবণ্য এবং সূর্য।তবে কি আবারও সূর্য ও দীপার মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেল। অন্যদিকে আবার দিবার জন্য এখনো অপেক্ষায় রয়েছে ডঃ অর্জুন।

Related Articles