বিনোদন
ফের পর্দায় দারোগা হচ্ছেন রঞ্জিত মল্লিক! কবে ঘোষণা হবে নতুন ছবির?

উত্তরবঙ্গের কালিকাপুরে চোরের উপদ্রব। এলাকার প্রত্যেকেই প্রায় এই পেশার সঙ্গে যুক্ত। এই এলাকায় নতুন দারোগা হিসেবে যোগ দেন লক্ষ্মীবাবু। সঙ্গে তাঁর ভাগ্নে আয়ান। লক্ষ্মীবাবু কি এলাকার বাঘা চোরদের শায়েস্তা করতে পারবেন? এই প্রশ্নের উত্তর দেবে পরিচালক নেহাল দত্তের নতুন ছবি ‘দারোগা মামুর থানা’।
ছবিতে লক্ষ্মীবাবুর চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক। তিনি বলেন, “দারোগা লক্ষ্মীবাবু একজন সৎ ও ন্যায়পরায়ণ মানুষ। তিনি এলাকাকে চোরদের হাত থেকে রক্ষা করতে চান।”
ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, সুমিত গঙ্গোপাধ্যায়, মৌমিতা চক্রবর্তী, প্রান্তিকা দাস, আয়ান প্রমুখ।
ছবিতে খরাজ মুখোপাধ্যায় একজন বহুরূপী চোরের চরিত্রে অভিনয় করেছেন। এই চরিত্রে খরাজের অভিনয় এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে বলে মনে করছেন পরিচালক।