পুজোয় আবারো নতুন ছবি নিয়ে আসছেন শিবু-নন্দিতা, নায়ক আবিরই?

বছরের শুরুতেই পুজোর ছবি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ‘আমার বস্’ ছবির শুটিং শেষ করার পর বিরতি না নিয়েই নতুন ছবির পরিকল্পনা শুরু করেছেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। শোনা যাচ্ছে, চলতি বছরের পুজোতেই ছবি রিলিজ় করতে পারেন তাঁরা।
গত বছর পুজোয় মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘রক্তবীজ’। দর্শকদের পছন্দ হওয়ার পাশাপাশি ছবিটি বক্স অফিসেও সাফল্য পেয়েছে। তাই পরিচালকদ্বয় আবারও পুজোর মরসুমকেই লক্ষ্য করে নতুন ছবি নিয়ে আসতে পারেন।
‘রক্তবীজ’ ছবির সিক্যুয়েল নিয়ে আসতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে অন্যদিকে, নতুন একটি থ্রিলার ছবি নিয়েও কাজ করতে পারেন তাঁরা। ছবির মুখ্য অভিনেতা হিসেবে প্রস্তাব গিয়েছে আবীর চট্টোপাধ্যায়ের কাছে। খবর, তাঁর বিপরীতে থাকতে পারেন ঋতাভরী চক্রবর্তী।
গত বছর শিবপ্রসাদ-নন্দিতা প্রযোজিত ‘ফাটাফাটি’ ছবিতে জুটি বেঁধেছিলেন আবীর-ঋতাভরী। চেহারা নিয়ে সামাজিক বিদ্রুপের বিরুদ্ধে বার্তা দিয়েছিল ছবিটি। এবার নতুন মোড়কে আবারও এই জুটিকে দেখা যেতে পারে।
বিগত কয়েক বছরে গরমের ছুটিতে দর্শকদের জন্য ছবি নিয়ে এসেছেন শিবপ্রসাদ-নন্দিতা। গত বছর রেওয়াজ ভেঙে তাঁরা পুজোর লড়াইয়ে শামিল হয়েছিলেন। চলতি বছরেও তার পুনরাবৃত্তি ঘটবে কি না, তা নিয়েই জল্পনা চলছে।