বিনোদন

পিছিয়ে যেতে পারে পুষ্পা ২-এর মুক্তি, অল্লু অর্জুনের অসুস্থতার জন্য পিছিয়ে গেল শুটিং!

 

অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ২০২১ সালের অন্যতম বক্স অফিস হিট ছবি। ছবিটি সারা ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরই ধারাবাহিকতায় ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরু হয় ২০২২ সালের প্রথম দিকে। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়ায় অল্লু অর্জুনের পিঠে চোট লাগে। ফলে শুটিং বন্ধ হয়ে যায়।

অল্লু অর্জুনের ডাক্তাররা তাকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। তাই শুটিং আবার শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে। এর ফলে ছবির মুক্তির তারিখও পিছিয়ে যেতে পারে।‘পুষ্পা: দ্য রুল’-এর মুক্তির তারিখ ছিল ২০২৪ সালের প্রথম দিকে। কিন্তু অল্লুর অসুস্থতার কারণে ছবির শুটিং পিছিয়ে যাওয়ায় মুক্তির তারিখও পিছিয়ে যেতে পারে।

প্রযোজনা সংস্থা মৈত্রী মুভি মেকার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্লু অর্জুনের সুস্থ হয়ে ওঠার পরই শুটিং পুনরায় শুরু হবে। এরপর শুটিং শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে। তাই ছবির মুক্তির তারিখ জানানো সম্ভব নয়। তবে আশা করা হচ্ছে, অল্প দিনের মধ্যেই অল্লু অর্জুনের সুস্থ হয়ে ওঠার পর শুটিং পুনরায় শুরু হবে। এবং ২০২৪ সালের শেষের দিকে বা ২০২৫ সালের প্রথম দিকে ছবিটি মুক্তি পাবে।

Related Articles