নতুন বছরে মানুষকে বাংলার প্রথম পাল্প ফিকশন দেখাতে চলেছেন আবির-দেবালয়!

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় নতুন বছরে নতুন চরিত্রে হাজির হতে চলেছেন। ২০২৪ সালে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে’। ছবিতে আবীর অভিনয় করবেন দীপক চট্টোপাধ্যায় চরিত্রে।
ছবির পরিচালক দেবালয় ভট্টাচার্য। তিনি জানান, দীপক চট্টোপাধ্যায় একজন গোয়েন্দা নয়। তিনি একজন সাধারণ মানুষ, যিনি হঠাৎ করেই এক রহস্যের মুখোমুখি হন। সেই রহস্য সমাধানের জন্য তিনি গোয়েন্দার ভূমিকা পালন করেন।আবীর চট্টোপাধ্যায় বলেন, “দীপক চট্টোপাধ্যায় চরিত্রটি আমার নিজের মতো। তিনি একজন সাধারণ মানুষ, যিনি সাহসী এবং ন্যায়নিষ্ঠ। আমি এই চরিত্রে অভিনয় করতে পেরে খুবই খুশি।”
ছবির গান লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবীর চট্টোপাধ্যায়, পরিচালক দেবালয় ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে আবীর বলেন, “আমি আশা করি, দর্শকদের ভালো লাগবে এই ছবি।”ছবিটি মুক্তি পাবে ২০২৪ সালের পুজোয়।