বিনোদন
ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসছে ফুলকি ও রোহিত!

জয়জয়কার সিরিয়ালে রোমাঞ্চের পাশাপাশি এবার দেখা যাচ্ছে রোমান্টিক দৃশ্যও।
রোহিত, ফুলকির জীবনের আসল সত্যি না জানায় রাগে তাকে নিয়ে এক ভাঙ্গা বাড়িতে যায় এবং বন্দুক ঠেকায়।
কিন্তু ফুলকি এবং রোহিতকে তাদের বিপদ থেকে উদ্ধার করে। রোহিতের পরিবার যখন জিজ্ঞাসা করে কেন তারা ভাঙ্গা বাড়িতে গিয়েছিল, রোহিত সত্যি কথা বলতে গেলে ফুলকি নিজের উপর দোষ চাপিয়ে দেয়।
এরপর ফুলকি ব্লাউজে আটকে যাওয়া চুল ছেড়ে বের করার জন্য বারবার ডাকাডাকি করে। রোহিত এসে ফুলকিকে তার কাজে সাহায্য করে।