বিনোদন

দেবের বিপরীতে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল? প্রধানের ট্রেলার লঞ্চে জানালেন সৌমিতৃষা!

 

প্রধান ছবির ট্রেলার রিলিজের অনুষ্ঠানে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু জানিয়েছেন, প্রথমবারের মতো দেবের বিপরীতে কাজ করতে গিয়ে তিনি বেশ চাপ অনুভব করেছেন। তবে পরিচালক অভিজিৎ সেন এবং দেবের সহায়তায় তিনি সেই চাপ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন।

সৌমিতৃষা বলেন, “দেবকে দেখে বড় হয়েছি, মুগ্ধ হয়েছি। তাঁর বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুবই উত্তেজিত ছিলাম। কিন্তু সেই উত্তেজনা মাঝে মাঝে চাপ হিসেবে কাজ করেছে। কারণ, দেব একজন অভিজ্ঞ অভিনেতা। তাঁর বিপরীতে দাঁড়ানোর আগে চারবার ভাবতে হয়।”

তিনি আরও বলেন, “বাকিরা আমাকে স্বাধীনতা দিয়েছেন। আমাকে আমার মতো করে অভিনয় করার সুযোগ দিয়েছেন। স্বাধীনতা পেলে যে কোনও কাজ সুন্দর হয়।”

প্রধান ছবিতে সৌমিতৃষার চরিত্রের নাম মীরা। মীরা একজন পুলিশ অফিসারের স্ত্রী। ছবিতে দেব একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন।

সৌমিতৃষা বলেন, “প্রধান ছবিতে আমার চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং। আমি এই চরিত্রের জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করি দর্শক আমার অভিনয় পছন্দ করবেন।” প্রধান ছবিটি আগামী ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Related Articles