দেবালয়ের নতুন ওয়েব সিরিজে একসঙ্গে একাধিক অভিনেত্রী! সঙ্গী হচ্ছেন এই অভিনেতা

শুক্রবার মুক্তি পাচ্ছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ছবি ‘শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে’। এই ছবির মুক্তির আগেই পরিচালক তাঁর পরবর্তী ওয়েব সিরিজ়ের কাস্টিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন।
গত বছর দেবালয় পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজ়টি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। এবারও পরিচালক একটি নারীকেন্দ্রিক গল্প নিয়ে আসছেন। শোনা যাচ্ছে, এই সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করবেন শোলাঙ্কি রায়।
বিগত কয়েক বছরে সিনেমার প্রতি মনোনিবেশ করেছেন অভিনেত্রী। সে দিক থেকে লম্বা বিরতির পর আবার ওয়েব সিরিজ়ে অভিনেত্রীকে দেখতে চলেছেন দর্শক। এছাড়াও এই সিরিজ়ের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অলিভিয়া সরকার এবং রিয়া গঙ্গোপাধ্যায়।
এই সিরিজ়টি সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। নায়কের জন্য একাধিক তারকার কাছে প্রস্তাব গিয়েছে। তার মধ্যে নীল ভট্টাচার্যের নামও রয়েছে। অবশ্য নীল এই সিরিজ়ে অভিনয় করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।