বিনোদন

‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিমানে বিশেষ চমক! আপ্লুত অভিনেত্রী

 

রচনা বন্দ্যোপাধ্যায়, ‘দিদি নম্বর ওয়ান’-এর জনপ্রিয় সঞ্চালিকা, এখন ঘরে ঘরে পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি ব্যবসাও সামলান তিনি। ব্যস্ততার মাঝেও বেড়াতে যেতে ভোলেন না। সম্প্রতি জয়পুর ভ্রমণে যাওয়ার সময় ‘ইন্ডিগো’ বিমানে রচনার জন্য অপেক্ষা করছিল এক অপ্রত্যাশিত।

বিমানে উঠে রচনা দেখেন, তার আসনে সাজানো আছে চিপ্‌স, চকোলেট, বিস্কুট। সঙ্গে একটি চিঠি। চিঠিতে লেখা, “আমরা খুশি যে মিস বন্দ্যোপাধ্যায় এই বিমানে ভ্রমণ করছেন। অল্প সময়ের জন্য হলেও আমরা খুশি এমন এক ভাল মানুষের জন্য কিছু করতে পেরে।” চিঠির শেষে দুই বিমানসেবিকা রেশমি ও রিজার নাম।

এমন অভ্যর্থনা পেয়ে রচনা আবেগতাড়িত। তিনি রেশমি ও রিজার সাথে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন। ‘ইন্ডিগো’-কে ধন্যবাদ জানিয়ে রচনা লেখেন, “গোটা ঘটনাটি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে।”

Related Articles