ডুবিয়েছিল আদিপুরুষ, ফিরিয়ে আনলো সালার! প্রভাস যেন ফিনিক্স পাখি

দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে। মাত্র দুদিনেই ছবিটি বিশ্বব্যাপী ২৯৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এটি তেলুগু, কন্নড়, তামিল, মালয়ালম এবং হিন্দি, প্রতিটি বলয়েই দারুণ ব্যবসা করছে।
প্রভাসের ‘আদিপুরুষ’ ছবি মুক্তির পর বেশ কিছুটা হতাশার মধ্যে পড়েছিলেন দক্ষিণী দর্শক। কিন্তু ‘সালার’-এর মাধ্যমে প্রভাস আবারও তাদের স্বপ্নের সুপারস্টার হয়ে উঠেছেন। ছবিটি প্রশান্ত নীল পরিচালিত। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান।
‘সালার’-এর সাফল্যের কারণ হিসেবে বলা হচ্ছে ছবির দুর্দান্ত অ্যাকশন দৃশ্য, প্রভাসের দাপুটে অভিনয় এবং শ্রুতি হাসানের নজরকাড়া উপস্থিতি। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছে।
‘সালার’-এর ব্যবসার হিসেব অনুযায়ী, এটি ইতিমধ্যেই তেইশের বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। বলাই বাহুল্য শাহরুখের ডাঙ্কির সঙ্গে টক্কর নিয়েও যথেষ্ট ভালো ফল করেছে সালার।