টিআরপি টপার জগদ্ধাত্রী, এর মাঝেই গুঞ্জন নায়িকা বদলের! আসল সত্যি কী?

সম্প্রতি টেলিপাড়ায় একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে, জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র নায়িকা অঙ্কিতা মণ্ডলের বদলে আসছেন নতুন কেউ। এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই দর্শকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অঙ্কিতা গুঞ্জনটিকে পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “এই খবর আমি আজকাল ডট ইনের থেকেই প্রথম শুনলাম। কারা, কেন গুঞ্জন ছড়াচ্ছেন, জানি না। তবে আমার কাছে এরকম কোনও খবর নেই।” অঙ্কিতার বক্তব্যের পর প্রযোজনা সংস্থা ব্লুজও এই গুঞ্জনকে ভুয়ো বলে দাবি করেছে। তারা বলেছে, “নায়ক-নায়িকা দূরঅস্ত্। বাকি অভিনেতাদেরও কোনও বদল হচ্ছে না।”
তবে গুঞ্জনটি কেন ছড়িয়ে পড়েছে, তা নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে মনে করছেন, ধারাবাহিকের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে এই গুঞ্জন ছড়ানো হয়েছে। ‘বাংলা সেরা’ ধারাবাহিকটি গত কয়েক সপ্তাহ ধরে তৃতীয়-চতুর্থ স্থানে পিছিয়ে রয়েছে। অনেকের মতে, এই কারণেই দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে যে, নায়িকা বদলে গেলে কী হয়? অন্যদিকে, অনেকে মনে করছেন, এই গুঞ্জনটি প্রচার কৌশলের অংশ হতে পারে। ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়াতে এই ধরনের গুঞ্জন ছড়ানো হয়।