বিনোদন
টপ গানকে কপি করেছে ফাইটার? টিজার দেখে এমনটাই মত দর্শকদের!

বলিউডের দুই তারকা দীপিকা পাড়ুকোন ও হৃতিক রোশন অভিনীত ‘ফাইটার’ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। এই ছবিতে প্রথমবারের মতো এক ফ্রেমে দেখা যাবে দীপিকা ও হৃতিককে। তাই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে।
এই ছবির নতুন পোস্টার প্রকাশিত হয়েছে সম্প্রতি। পোস্টারে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে হৃতিক ও মিন্নির চরিত্রে দীপিকাকে দেখা গেছে। দুজনেই বায়ুসেনার পোশাকে রয়েছেন। পোস্টারটিতে হৃতিক ও দীপিকার আগুন ঝরা রসায়ন নজর কেড়েছে।
‘ফাইটার’ ছবিটি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত। এই ছবিতে বলিউডের প্রথমবারের মতো মাঝ আকাশে অ্যাকশন দৃশ্য শ্যুট করা হয়েছে। ছবিটি ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।