বিনোদন

জ্যাকলিনের বিরুদ্ধে সব প্রমাণ যত্ন করে রাখা আছে! জেলে বসেই হুঙ্কার সুকেশের

 

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর। তার প্রেমে পড়েছিলেন বলিউড নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ। দুজনের সম্পর্কের কারণে প্রতারণাকাণ্ডে জড়ানোর অভিযোগে জ্যাকলিনকে একাধিকবার আদালতে হাজিরা দিতে হয়েছে। এমনকি তার বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এই পরিস্থিতিতে সুকেশের থেকে দূরত্ব বজায় রাখতে এবং নিরাপত্তা চেয়ে দিল্লি আদালতে আবেদন করেন জ্যাকলিন। তারপরই সুকেশ জ্যাকলিনকে হুমকি দিয়ে বলেন, তার বিরুদ্ধে অনেক গোপন তথ্য আছে, সব মুখোশ খুলে দেবেন।

জ্যাকলিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সুকেশকে জ্যাকলিনকে চিঠিপত্র পাঠানো থেকে বিরত থাকতে নির্দেশ দেয়। তবে সুকেশ আদালতের নির্দেশ অমান্য করে। তিনি জ্যাকলিনের নামে প্রেমপত্র লিখে বার্তা পাঠাতে থাকেন।

জ্যাকলিন দাবি করেন, সুকেশ তার নাম ভাঙিয়ে প্রতারণা করছেন। এদিকে সুকেশ দাবি করেন, জ্যাকলিনের বিরুদ্ধে অদেখা, অজানা সব প্রমাণ আছে। তিনি জ্যাকলিনের নাম না নিয়েই তাদের ব্যক্তিগত চ্যাট, স্ক্রিনশট ও রেকর্ডিং সামনে আনবেন বলে দাবি করেন। এ ছাড়াও সুকেশ দাবি করেন, জ্যাকলিনের সমাজমাধ্যমে অনুরাগী বাড়াতেও অনেক টাকা ঢেলেছেন।

Related Articles