বিনোদন
জন্মদিনে বক্স অফিস কাঁপাচ্ছেন দেব, কিভাবে সেলিব্রেশনের প্ল্যান করেছেন অভিনেতা?

আজ রাত পোহালেই ক্রিসমাস। আর বাংলার মানুষের কাছে এই দিন আরও একটা বিশেষ দিন। কারণ, এই দিনেই জন্মগ্রহণ করেছেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। তাই ২৫ ডিসেম্বর নায়কের জন্মদিন উদ্যাপনে মেতে ওঠেন তাঁর ভক্তরা।
চলতি বছরেও দেবের জন্মদিনের উৎসব শুরু হয়ে গিয়েছে। গতকাল, ২৩ ডিসেম্বর, ‘প্রধান’ ছবির প্রিমিয়ারে জমিয়ে আনন্দ করলেন দেব। সঙ্গে ছিলেন তাঁর সঙ্গী রুক্মিণী মৈত্র।
প্রিমিয়ারে নীল রঙের একটি ব্লেজ়ার আর মানানসই প্যান্টে দেখা গেল রুক্মিণীকে। ছবি শেষ হতেই কেক কেটে দেবের আগাম জন্মদিন উদ্যাপিত হল। কাছের বন্ধুদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন। কেকের প্রথম টুকরোটা খাইয়ে দিলেন রুক্মিণীকে।
এ বছরও দেবের জন্মদিন ধুমধাম করে পালিত হবে বলে আশা করা হচ্ছে। ২৪ ডিসেম্বর রাতে নিজেদের মতো একটা পার্টি হবে। তার পর বড়দিনে খাওয়াদাওয়া হবে জমিয়ে।