বিনোদন

জগদ্ধাত্রীর তদন্তে ব্যাগরা দেওয়ার চেষ্টা করলে ফল ভালো হবে না, মেহেন্দিকে সতর্ক করলো জ্যাস!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীতে নতুন কেস এসেছে। কৌশিকীর অফিসে ঘোষ বাবু নামে একজন কর্মচারী জালচক্রের গাড়িগুলো বের করার জন্য কৌশিকীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। ঘোষ বাবু একজন সৎ মানুষ, তাই তার এই অভিযোগে কৌশিকীর পরিবার বিব্রত হয়েছে।

জগদ্ধাত্রী ঘোষ বাবুকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে, তিনি আসলে জালচক্রের সাথে জড়িত। তিনি কৌশিকীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন কারণ তিনি কৌশিকীর সাথে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় আছেন।জগদ্ধাত্রী ঘোষ বাবুকে গ্রেপ্তার করে জেলে পাঠান। এতে কৌশিকীর পরিবার খুশি হয়। কিন্তু মুখার্জি বাড়িতে উৎসবের শাস্তির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

কৌশিকী মেহেন্দিকে সতর্ক করে দিয়েছেন যে, জগদ্ধাত্রীর তদন্তে ব্যাগরা দেওয়ার চেষ্টা করলে ফল ভালো হবে না। তিনি বলেন, জগদ্ধাত্রী একজন অভিজ্ঞ তদন্তকারী। তিনি সহজেই মিথ্যা বুঝতে পারেন।মেহেন্দি কৌশিকীর কথা শুনে থমকে যান। তিনি বুঝতে পারেন যে, জগদ্ধাত্রীর তদন্ত থেকে পালানোর কোনো উপায় নেই।

Related Articles