বিনোদন
জগদ্ধাত্রীর উপর আবারো হামলার আশঙ্কা! কী হবে এবার?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে রোমাঞ্চের ডোজ বাড়ছে।জগদ্ধাত্রী তদন্ত করতে গিয়ে আরো এক অপরাধীর নাম খুঁজে পেয়েছে। দেবুদা বছরের টাকা বাড়ানোর জন্য কৌশিকীর ফাইল চুরি করছিল। জগদ্ধাত্রী তাকে ধাক্কা দিয়ে ফাইলটি ফেলে দিয়ে অন্য ফাইল রেখে দেয়।
রাজনাথ তার প্রথম সন্তান স্বয়ংকে মেনে নিতে পারছে না। স্বয়ং তার বাবাকে ফিরে পেতে চায়। হঠাৎ করেই সাধুদা এবং কৌশিকীর মধ্যে ঝামেলা লেগে যায়। সাধুদা কৌশিকীকে জানায় যে স্বয়ং এই কেসটি দেখছে এবং রাজনাথ মুখার্জিকে গ্রেপ্তার করবেই।
কৌশিকী রাজনাথকে সাবধান করে এবং বলে যে তার গায়ে যেন কোন আঁচড় না আসে।