বিনোদন
কৌশিকীর ওপর হামলা সম্বন্ধে কী জানে মেহেন্দি?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে দেখা যাচ্ছে, কৌশিকীর আসন ফিরিয়ে দেওয়ার জন্য জগদ্ধাত্রী উঠেপড়ে লেগেছে। সে কৌশিকীর হামলার রহস্য ভেদ করার জন্য তার ডিপার্টমেন্টে বাঁকাকে জেরা করেছে।
গত পর্বে দেখা গেছে, কৌশিকীর মেয়ে কাকন তার মায়ের জন্য খুবই কষ্ট পাচ্ছে। সে কৌশিকির সমস্ত ফাইলপত্র কোথায় আছে তা জানতে চায়। কৌশিকী তাকে ফাইলপত্র কোথায় আছে তা বুঝিয়ে দেয়।
কৌশিকীর আসন ফিরিয়ে দেওয়ার জন্য জগদ্ধাত্রী এবং কৌশিকী একে অপরের সঙ্গে হাত মিলিয়েছেন। কৌশিকী জগদ্ধাত্রীকে তার সমস্ত তথ্য দেয়। সে জানায়, তার অফিসের কেবিনে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সে সিসিটিভি ক্যামেরার অবস্থান জগদ্ধাত্রীকে জানায়।