কৌশিকীকে মারতে চায় কে? জানতে পারবে কি জগদ্ধাত্রী?

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলে জগদ্ধাত্রী।
জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাস রহস্যের জালভেদ করতে গিয়েই তার মধ্যে মল্লিকা দেবী গুলিবিদ্য হয়ে হাসপাতালে ভর্তি। তাকে দেখার জন্যই জগদ্ধাত্রী সেখানে উপস্থিত হয়েছে। জগদ্ধাত্রী কি পারবে এই রহস্যের জাল ভেদ করে আসল সত্যিটা সামনে আনতে।
মুখার্জি পরিবারের চড়ুইভাতের নাম করে দেবো আবারো ষড়যন্ত্র করছে। সেটা ধরে ফেলেছে জগদ্ধাত্রী সে দেবুকে জানায় তারই ষড়যন্ত্রের মূল টার্গেট হলো জগদ্ধাত্রী এবং কৌশিকী এটাও সে জানে। মুখার্জি পরিবার যেখানে ঘুরতে গিয়েছে সেখানে হঠাৎ করেই জগদ্ধাত্রী ওপর কয়েকজন চড়াও হল। তারপরে কৌশিকি দেখতে পেল জগদ্ধাত্রীকে কেউ গুলি করতে চাইছে।
জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে কৌশিকী জগদ্ধাত্রীর হয় গুলি খেয়েছে কৌশিকী হাসপাতালে ভর্তি তার খুবই সংকটজনক অবস্থা এটা দেখার পর জগদ্ধাত্রী প্রতিজ্ঞা করল আসল দোষীদের কৌশিকী সামনে এনে দাঁড় করাবে।