কৌশিকির কথায় ঘুরে গেল তদন্তের মোড়!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”-তে নতুন মোড় নিয়েছে গল্প। জগদ্ধাত্রী যে মারা গেছে একথা সকলেই জানে। কিন্তু সে আসলে বেঁচে আছে। জগদ্ধাত্রীর পরিবারের দেবুদা এবং উৎসব আন্দাজ করেছে যে জগদ্ধাত্রী বেঁচে আছে।
এদিকে, জগদ্ধাত্রী কৌশিকীকে আগলে আগলে রাখছে। কিন্তু করিডোরে হঠাৎ করেই জগদ্ধাত্রী নাম ধরে ডাকায় সেভাবে কোন অচেনা ব্যক্তি তাকে ডাকছে। সেই ব্যক্তি জগদ্ধাত্রীকে বলে যে রাজনাথ সন্দেহ করছে জগদ্ধাত্রী বেঁচে আছে বলে।
জগদ্ধাত্রী কৌশিকীর কেবিনে আসার পরেই তাকে জানায় কৌশিকির বারে বারে মনে হচ্ছে যে তার ওপর আবারো হামলা হতে চলেছে। জগদ্ধাত্রী এ কথা শোনার পরেই স্বয়ম্ভকে সতর্ক করে দেয় কেউ যেন তার বড়দি অর্থাৎ কৌশিকির উপরে হামলা করতে না পারে।
এই ঘটনাগুলির ফলে তদন্তের মোড় পাল্টে যেতে পারে। রাজনাথ যদি সত্যিই জগদ্ধাত্রী বেঁচে আছে বলে সন্দেহ করে তাহলে সে কৌশিকির উপরে হামলা করতে পারে। কারণ, কৌশিকির কাছে জগদ্ধাত্রীর বেঁচে থাকার প্রমাণ রয়েছে।
এছাড়াও, কৌশিকির উপরে হামলা হলে তদন্তের দিকে নতুন আলো ফেলবে। কারণ, এর আগে কৌশিকির উপরে হামলার কারণ ছিল অজানা। কিন্তু যদি এবার কৌশিকির উপরে হামলা হয় তাহলে তদন্তকারীরা বুঝতে পারবে যে হামলাকারীর লক্ষ্য আসলে জগদ্ধাত্রী।
তাই, আগামী পর্বগুলিতে দেখার অপেক্ষা রয়েছে যে কৌশিকির উপরে হামলা হবে কিনা এবং তদন্তের মোড় কীভাবে পাল্টে যাবে।