বিনোদন

কঙ্গনার নতুন প্রেমিক কে? চেনেন এই ব্রিটিশ যুবককে?

 

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত হৃতিক রোশনের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা চলছে। এবার আবারও কঙ্গনার নতুন প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।

শুক্রবার এক বিদেশি পুরুষের হাত ধরে রূপটান কেন্দ্র থেকে বেরোলেন কঙ্গনা। সেই পুরুষের নাম লইক চাপোইক্সি। তিনি একজন ফরাসি কেশসজ্জা শিল্পী। বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা তার হাতে কারুকাজের উপর আস্থা রাখেন।

কঙ্গনা এবং লইক চাপোইক্সির হাত ধরে হেঁটে যাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন, তারা প্রেম করছেন। তবে কঙ্গনা এবং লইক চাপোইক্সি এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কঙ্গনা রানাওয়াত এর আগে হৃতিক রোশন, অর্জুন রামপাল, আরবাজ খানসহ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তবে সব সম্পর্কই স্থায়ী হয়নি। কঙ্গনা নিজেও জানিয়েছেন, তিনি বিয়ে করতে চান এবং সংসার পাততে চান।

Related Articles