বিনোদন

এবার বড় পর্দায় অভিষেক হতে চলেছে আদৃত রায়ের!

 

বহুদিন পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা আদৃত রায়। আদৃতের জনপ্রিয়তা শুরু হয়েছিল ছোট পর্দার ‘মিঠাই’ ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ধারাবাহিক শেষ হওয়ার পরও তার জনপ্রিয়তা কমেনি। তবে বড় পর্দায় তার অভিনয় দর্শকদের মনে তেমন দাগ কাটতে পারেনি।

‘পাগল প্রেমী’ ছবিতে আদৃতকে স্কুল বয়ের লুকে দেখা যাবে। ছবির গল্প সম্পর্কে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে নাম থেকে বোঝা যায় যে, এটি একটি প্রেমের গল্প।ছবিতে আদৃতের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর, এই ছবিতে আদৃতকে একেবারে অন্য রুপে দেখা যাবে।

আদৃতের ভক্তরা এই খবর শুনে বেশ উচ্ছ্বসিত। তারা অধীর আগ্রহে ছবির মুক্তির অপেক্ষা করছেন।

Related Articles