বিনোদন

এবার ডিপফেক ভিডিও বানানো হল রতন টাটার ওপর! সকলকে সাবধান করে দিলেন ভারতীয় শিল্পপতি

 

ভারতের প্রবীণ শিল্পপতি রতন টাটাকে ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে প্রতারণার শিকার করা হয়েছে। তাঁর ভুয়ো ভিডিও তৈরি করে লোক ঠকানোর কারবার চলছে বলে অভিযোগ।

বুধবার রতন টাটা নিজেই একটি ভিডিও শেয়ার করে এই প্রতারণা চক্রের বিরুদ্ধে সতর্ক করেছেন। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রতন টাটা একটি বিশেষ বিনিয়োগের কথা বলছেন। সেখানে বিনিয়োগ করলে নাকি লাভ নিশ্চিত। ১০০ শতাংশ নিশ্চয়তা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, এই পদ্ধতি সম্পূর্ণ ঝুঁকিহীন। পাশাপাশি, এই পদ্ধতি অবলম্বন করে বেশ কয়েক জন টাকা উপার্জন করেছেন, সেই নজিরও দেখানো হয়েছে ভিডিয়োটিতে।

এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সোনা আগরওয়াল নামের এক ব্যবহারকারী। ভিডিয়োটিতে দেখা যায়, রতন টাটার মুখ বসিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

রতন টাটা নিজেই ভিডিয়োটি শেয়ার করে জানিয়েছেন, সেটি ভুয়ো। তাঁর মুখ বসিয়ে ভিডিয়োটি তৈরি করা হয়েছে। বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির জন্যই তাঁকে ‘ব্যবহার’ করে এই প্রতারণা বলে অভিযোগ।

টাটা বলেছেন, “আমি আপনাদের সবাইকে সতর্ক করছি যে, এই ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো। আমি এই ভিডিয়োটি কখনও করিনি। এই ভিডিয়োটি দেখে কেউ যদি কোনও বিনিয়োগ করেন, তাহলে আমি দায়ী নই।”

Related Articles