ইতিহাস গড়তে চলেছে নন্দিতা-শিবপ্রসাদের রক্তবীজ! কিভাবে? জানুন বিস্তারিত

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ‘রক্তবীজ’ ছবিটি এবার ইতিহাস গড়তে চলেছে। এই প্রথম কোন বাংলা সিনেমা ইন্দোনেশিয়ায় প্রদর্শিত হতে চলেছে।
গত ১৯ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ’ ছবিটি ইতিমধ্যেই দেশের পাশাপাশি বিদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় ছবিটি বেশ ভালো ব্যবসা করেছে। গত রবিবার সিডনির ফয়টা ব্ল্যাক টাউনের একটি প্রেক্ষাগৃহে ‘রক্তবীজ’ ছবির শো হাউসফুল ছিল।
ইন্দোনেশিয়ার কুয়ালালামপুরে আগামী ১১ ডিসেম্বর ‘রক্তবীজ’ ছবির স্ক্রিনিং হবে। এই স্ক্রিনিংয়ে ছবির পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
‘রক্তবীজ’ ছবিতে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। ‘রক্তবীজ’ ছবির ইন্দোনেশিয়ায় স্ক্রিনিং টলিউডের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি বাংলা সিনেমার বিদেশে প্রসারকে আরও এগিয়ে নিয়ে যাবে।