ইংল্যান্ডের রাস্তায় বাংলা লোকগানে সকলকে মুগ্ধ করলেন জনি লিভার!

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও কৌতুকাভিনেতা জনি লিভার তার কৌতুক অভিনয়ের জন্যই সবচেয়ে বেশি পরিচিত। তবে এবার তিনি তার গানের প্রতিভা দিয়েও সবাইকে অবাক করে দিয়েছেন।
সম্প্রতি ইংল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন জনি লিভার। সেখানে এক নিরিবিলি রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ করেই বাংলা লোকগান গাইতে শুরু করেন। তার গানের সুর ও কণ্ঠস্বর শুনে আশেপাশের লোকজন মুগ্ধ হয়ে যান।
ভিডিওতে দেখা যায়, জনি লিভার খালি গলায় বাংলা লোকগান “তুমি যদি বন্ধু থাকো উদাসী” গানটি গাইছেন। গানটি শুনে আশেপাশের লোকজন থামে দাঁড়িয়ে তার গানের তালে তাল দেয়।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই জনি লিভারের গানের প্রশংসা করেন। কেউ কেউ বলেন, জনি লিভার যে শুধু অভিনেতা নন, তিনি একজন প্রতিভাবান গায়কও।
ভিডিওটিতে জনি লিভারের গানের পাশাপাশি তার সহজ-সরল ব্যবহারও নজর কেড়েছে। তিনি গান গাইতে গাইতে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। এমনকি তিনি একজন লোককে তার গানের তালে তাল দিতে বলেন।