বিনোদন

অনুরাগের ছোঁয়া দিয়ে টিভিতে কামব্যাক করছেন অর্জুন চক্রবর্তী! কোন চরিত্রে অভিনয় করবেন তিনি?

 

জনপ্রিয় বাংলা টেলিভিশন অভিনেতা অর্জুন চক্রবর্তী দীর্ঘদিন পর আবারও টিভিতে কামব্যাক করতে চলেছেন। তিনি নতুন ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া”য় অভিনয় করবেন। এই ধারাবাহিকে অর্জুন চক্রবর্তী একজন বিখ্যাত লেখকের ভূমিকায় অভিনয় করবেন। তার বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী ঋষভ মিত্র।

“অনুরাগের ছোঁয়া” একটি রোমান্টিক গল্পের ধারাবাহিক। এই ধারাবাহিকের গল্পে দেখা যাবে, একজন বিখ্যাত লেখক তার বইয়ের এক চরিত্রের প্রেমে পড়ে যান। কিন্তু সেই চরিত্রটি আসলে একজন বাস্তব মানুষ। ধারাবাহিকটি পরিচালনা করবেন প্রদীপ দাশ। এই ধারাবাহিকটি আগামী ২৫ সেপ্টেম্বর থেকে স্টার জলসার পর্দায় প্রচারিত হবে।

অর্জুন চক্রবর্তী তার দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলির মধ্যে রয়েছে “বিয়ে থাকবে সাত দিনের”, “বিয়ের ফুল”, “জয়ী”, “রাধাকৃষ্ণ”, “অন্য জীবন” ইত্যাদি।

Related Articles