বিনোদন

অঙ্কিতা মল্লিক ছাড়তে চলেছেন জগদ্ধাত্রী? তার বদলে আসতে পারেন এই অভিনেত্রী

 

‘পিলু’ ধারাবাহিকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেওয়া মেঘা ভোর এবার হাজির হচ্ছেন ‘জাগধাত্রী’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে মেঘা অভিনয় করবেন ‘জাগধাত্রী’ চরিত্রে।

‘জাগধাত্রী’ একটি ঐতিহাসিক ধারাবাহিক। এই ধারাবাহিকে মেঘা অভিনয় করবেন এক সাহসী ও বুদ্ধিমতী নারীর চরিত্রে। এই চরিত্রের জন্য মেঘা বেশ কঠোর পরিশ্রম করছেন।

মেঘা বলেন, “‘জাগধাত্রী’ চরিত্রটি আমার কাছে খুবই চ্যালেঞ্জিং। এই চরিত্রের জন্য আমি অনেক কিছু শিখছি। আমি আশা করি দর্শকরা আমার অভিনয় পছন্দ করবেন।”

Related Articles