
The Truth Of Bengal : মুক্তি পেলো জুবিন নৌটিয়ালের নতুন গান ‘জোর কি বর্ষাত হুই ‘। যেখানে জুটি বেঁধেছেন বিগ বস খ্যাত অভিষেক মলহান এবং ইশা মালভিয়া। এই প্রথমবার জুটি বাঁধলেন তাঁরা। এই গানের মধ্যে ফুটে উঠেছে দুই বিগ বিস প্রতিযোগীর রসায়ন । বর্ষার মরশুমে বৃষ্টির গান দারুন উপভোগ করছেন অনুরাগীরা।
সোমবার মুক্তি পেলো জুবিন নৌটিয়ালের গাওয়া নতুন বৃষ্টির গান। নতুন এই মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন বিগ বস খ্যাত দুই প্রতিযোগী। বিগ বস ওটিটি টু এর প্রথম রানার আপ অভিষেক মালহন এবং বিগ বস ১৭ এর প্রতিযোগী ইশা মালভিয়াকে দেখা গিয়েছে এই ভিডিওতে। এই গানটি ‘বারসাত কি ধুন’ এবং ‘পহলি বারিশ মে’ এর পরে সুরকার রোচক কোহলির একটি বর্ষার ট্রায়ালজির সর্বশেষ গান। গানটি প্রযোজনা করেছে ভূষণ কুমার। ‘ জোর কি বারসাত হুই ‘ সমস্ত সমজিক প্ল্যাটফর্মে উপলব্ধ। মিউজিক ভিডিওটি টি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও রয়েছে। আগের দুটি গানের মতোই নতুন গানটিও অনুরাগীদের মন জয় করবে বলেই আশাবাদী নির্মাতারা।