বিনোদন
Trending

এক ঝলকে ‘যোদ্ধা’, প্রধান ভূমিকায় সিদ্ধার্থ

Yodha official teaser

The Truth Of Bengal : সিদ্ধার্থ মালহোত্রা তাঁর মোস্ট অ্যাওটেডেড সিনেমা ‘যোদ্ধা’র জন্য চর্চায় রয়েছেন বেশকিছু দিন ধরে। সোমবার প্রকাশ করা হল সেই সিনেমার টিজার।  ছবির টিজারে উঠে এসেছে এক যোদ্ধার কাহিনী। ছবিতে সন্ত্রাসবাদীদের হাত থেকে একটি হাইজ্যাক করা বিমানকে কীভাবে উদ্ধার করবে সিদ্ধার্থ তাই উঠে আসবে।

ছবিতে সেই সৈনিকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেখতে পাওয়া যাবে দিশা পাটানি এবং রাশি খান্নাকে। আগামি ১৩ মার্চ মুক্তি পাবে ছবিটি। তার আগে আজকের বিনোদনের সাতকাহনে দেখে নেওয়া যাক যোদ্ধার প্রথম ঝলক।

 

FREE ACCESS

Related Articles