বিনোদন

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে লাল গালিচা মাতাবেন কিং খান? বাড়ছে জল্পনা

Will King Khan become the first Indian man to roll the red carpet? Growing speculation

Truth Of Bengal:  ভারতীয় অভিনেত্রীরা বহুদিন ধরেই আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’-তে নজর কেড়েছেন। তবে ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার অংশগ্রহণের পর এই অনুষ্ঠান নিয়ে ভারতে চর্চা শুরু হয়। এরপর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো তারকারাও রেড কার্পেটে নিজেদের ঝলক দেখিয়েছেন।

এবার বলিউডে রটছে এক জব্বর খবর—প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় অংশ নিতে চলেছেন স্বয়ং শাহরুখ খান। তাঁর ম্যানেজার পূজা দাদলানির একটি ইনস্টাগ্রাম ‘লাইক’ থেকেই জল্পনা তুঙ্গে উঠেছে।

 

View this post on Instagram

 

A post shared by DietSabya® (@dietsabya)

এই মুহূর্তে শাহরুখ নিজের পরবর্তী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। সেই সঙ্গে আইপিএল-এর মরশুমেও তাঁর বিশেষ উপস্থিতি থাকে। তার মধ্যেই গুজব ছড়িয়েছে, মেট গালার রেড কার্পেটে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে হাঁটবেন তিনি।

জল্পনার সূত্রপাত হয়েছে ইনস্টাগ্রামে ‘ডায়েট সব্য’ নামের একটি জনপ্রিয় ফ্যাশন অ্যাকাউন্ট থেকে। সেখানে লেখা, “অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার আর ভারতের আধুনিক প্রজন্মের সেরা ফ্যাশন ডিজাইনার এবার একসঙ্গে কাজ করবেন মেট গালায়।” ক্যাপশনে আরও বলা হয়েছে, “এবারের মেট গালা হবে সবচেয়ে উত্তেজনাপূর্ণ।” এই পোস্টেই পূজা দাদলানির লাইক পড়তেই জল্পনা আরও জোরদার হয়েছে।

এদিকে অনেকেই পোস্টে লেখা ‘কেয়ারলেস সাজপোশাক’ কথাটির সূত্র ধরে রণবীর সিংয়ের নামও ভাবছেন। তবে শাহরুখ নিজে এখনও কোনও মন্তব্য করেননি।

এ বছরের মেট গালা অনুষ্ঠিত হবে ৫ মে, নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউটে। এবারের থিম—“সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল”, যা কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানাতে উৎসর্গ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে পুরুষদের ফ্যাশনের উপরেও।

এর আগে প্রিয়াঙ্কা, দীপিকা, আলিয়া রেড কার্পেটে তাক লাগিয়েছেন। এবারে নিশ্চিতভাবে অংশ নিচ্ছেন কিয়ারা আডবানি। তবে সব চোখ এখন শাহরুখ খানের দিকে। যদি তিনি সত্যিই অংশ নেন, তবে এটি হবে তাঁর কেরিয়ারের এক নতুন মাইলফলক।

Related Articles