হম্বিতম্বি ছেড়ে নরম সুরে হিরণ, ঘাটালের বিজেপি প্রার্থী জেলে যেতে চাইছেন কেন?
Why does the BJP candidate of Hiran, Ghatal leave Hambitambi and go to jail?

The Truth Of Bengal : তারকা ভক্তরা ঠিক যা ভেবেছিল তাই হল। ঘাটালে ফের হ্যাটট্রিক দেবের। গেরুয়া শিবির কে হারিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হলেন টলিউডের সুপারস্টার দেব। গেরুয়া শিবিরের প্রার্থী কিরণ কে চায় ১ লক্ষ ৮২ হাজার ভোটে হারিয়ে জয়যুক্ত হয়েছেন তারকা প্রার্থী দেব। তবে দেবের সাথে লড়াইয়ে হেরে যাওয়ার পর ময়দান ছাড়ার পাত্র নন হিরন। উল্টে তিনি তার দলের কর্মী সমর্থকদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই কেন “জেলে ঢোকানোর” কথা বললেন হিরন?
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন ঘাটালে ঘাসফুল-পদ্ম শিবিরের সংঘাতের খবর প্রকাশ্যে এসেছিল। তাতে আহত হয়েছিলেন ২ শিবিরেরই কর্মী সমর্থকেরা। এদিন বিজেপির আহত কর্মী সমর্থকদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন হিরন। আহতদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থারখোঁজ খবর নেন তিনি। এরপর জানান তিনি তাদের কর্মী সমর্থকদের পাশে থাকবেন।
এই বিজেপি প্রার্থী কর্মী সমর্থকদের জানান, ” ভোটের হার জিত আছেই। তবে আপনারা নিশ্চিন্তে থাকুন। কিছু হবে না। কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আমিও সব সময় আপনাদের পাশে আছি। আপনারাও কর্মী, আমিও কর্মী।” এরপর ঘাটালে হেরে যাওয়া নিয়ে তিনি জানান, ” হেরে যাওয়া যদি আমার অপরাধ হয়, তাহলে আমায় জেলে ঢুকিয়ে দিন। তবে আমার কর্মীদের ওপর অত্যাচার করবেন না। আমার অনুরোধ।” এদিকে ঘাটালে ভোট পরবর্তী হিংসা যাতে না ছড়ায় সেদিকে নজর রাখতে আগামী ১৯ শে জুন পর্যন্ত প্রতিটি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে একেবারে চর্চায় ছিল দেব-হিরনের লড়াই। দেবের গড়ে দেব কেই চ্যালেঞ্জ করেছিল বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। প্রার্থী ঘোষণার পর তিনি দেবকে খোঁচা দিয়ে কথা বলতেন তা নয় এর আগেও দেবকে একাধিক কটাক্ষ করতে দেখা গিয়েছিল হিরনকে। একদিকে যখন বাক্যবানে দেবকে বিঁধতে ব্যস্ত ছিল হিরন সৌজন্যে তাকে হাতিয়ার করে নিয়েছিলেন তৃণমূল প্রার্থী দেব। সমুদ্র অপমান সামলেছিলেন তিনি। এতকিছুর পরেও দমিয়ে রাখা গেল না এই তারকা প্রার্থীকে। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হতে দেখা গেল তারকা প্রার্থী দেবকে।