বিনোদন

কে বলবে ২ সন্তানের মা! বিকিনি পরে জলকেলিতে শুভশ্রী, সঙ্গে ইউভান-রাজ

Who will say the mother of 2 children! Subhasree in bikini with Yuvan-Raj in Jalkeli

The Truth Of Bengal : চলছিল লোকসভা নির্বাচনের পর্ব। তবে ইতিমধ্যেই নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ মিটে গিয়েছে। ভোটের কাজ মিথ্যা না মিথ্যেই শহর বহুদূরে পাড়ি দিলেন একাধিক টলি তারকারা। কিন্তু কোথায় গেলেন তারা? টলি জগতের কারা কারা আছেন সেই তালিকায়?

ইউভানের স্কুলে এখন গরমের ছুটি আর সেই সুযোগেই বেরিয়ে পড়লেন ঘুরতে। এই তীব্র তাপপ্রবাহে কূলে ঝড় তুলল গোটা পরিবার। বৃহস্পতিবারই instagram স্টোরিতে রাজ আর ইউ গানের একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে বাবা ও ছেলের আদুরে সম্পর্ক। রাতের চোখে কালো সানগ্লাস এদিকে ইউভানের মুখে হাসি পাশে ডাবের ছবি সব মিলিয়ে একেবারে ভ্যাকেশন মুডে চক্রবর্তী পরিবার।

শুক্রবার সকালে ফের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন টলিউডের সুন্দরী নায়িকা। প্রথমটিতে দেখা যাচ্ছে মায়ের কোলে রয়েছে ইউভান আর পাশে রয়েছে রাজ। এদিকে শেয়ার করা দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে কালো বিকিনি ওরে একটি সেলফি শেয়ার করেছেন অভিনেত্রী। দ্বিতীয় ছবিতেও অভিনেত্রীর চোখে কালো ফ্রে সানগ্লাস। সুইমিং পুলের ধারে তোলা হয়েছে ছবি দুটি।

এই প্রথমবার ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালিনীকে নিয়ে কাটাতে শহরের বাইরে গিয়েছেন রাজ-শুভশ্রী। বাবা ও ছেলের হাসিমুখের ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কোনোভাবেই মেয়েকে সামনে আনেননি এই দম্পতি। জন্ম থেকেই মেয়েকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে করে রেখেছেন রাজ-শুভশ্রী।

Related Articles