পরিচালক সুরাজ বরজাতিয়ার ফিল্ম ‘Prem’ এ কাকে রিপ্লেস করলেন কার্তিক আরিয়ান?
Who did Kartik Aaryan replace in director Suraj Barjatia's film 'Prem'

The Truth of bengal: গত চার দশকে, সুরাজ বরজাতিয়া ইন্ডিয়ান সিনেমার সবচেয়ে মেমরাবেল কিছু সিনেমা উপহার দিয়েছেন। যেমন ‘maine pyar kiya’ থেকে শুরু করে ‘hum apke hai kaun’, ‘hum saath saath hai’, এবং ‘vivaah’ এবং আরও অনেক। তার ডিরেক্সনে শেষ সিনেমা ছিল, ‘Uunchai’। ফিল্মটি ছিল ফ্যামিলি জনারের। এই সিনেমাটিতে অমিতাভ বচ্চনের রোলটির জন্য সারা দেশের সিনিয়ার সিটিজেনদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল। ‘Uunchai’ – এর মুক্তির পর থেকেই, সুরজ বরজাতিয়ার পরবর্তী সিনেমা কী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
ঘনিষ্ঠ সূত্রে খবর, সুরাজ বরজাতিয়া তার পরবর্তী ফিচার ফিল্মের জন্য অভিনেতা কার্তিক আরিয়ানকে বেছে নিয়েছেন। যদিও তিনি প্রথমে সালমান খানকে বলেছিলেন সিনেমাটির জন্য। কিন্তু তিনি এখন তার ক্যারিয়ারের এই জায়গায় দাঁড়িয়ে কোনও রোম্যান্টিক সিনেমা করতে চান না। তাই সেই জায়গায় কার্তিক আরিয়ানকে বেছে হয়েছে। এমনকি সে নিয়ে কথা বার্তাও শুরু হয়েছে তাদের মধ্যে। সিনেমাটির নাম ‘Pre m ‘। তাই এই ছবির জন্য পরিচালক এমন একজন অভিনেতাকে চাইছিলেন যিনি পর্দায় সরলতা ফুটিয়ে তুলতে পারেন এবং তার মতে কার্তিক এই নিউ জেনারেশনে অন-স্ক্রিন রোমান্টিসিজম ফুটিয়ে তুলতে পারবে। যদিও এখনও কিছু ফাইনাল করা হয়নি।
১৪ জুন Chandu Champian মুক্তির পরে এই নিয়ে আরও কথা বার্তা হবে। কার্তিক আরিয়ান এখন Chandu Champian এবং Bhul Bhulaiya 3-এর জন্য ব্যস্ত রয়েছেন। কার্তিক পরিচালকের প্ল্যানটি শুনেছেন এবং জানিয়েছেন তিনি ফিল্মটি করতে আগ্রহী। এবার সম্পূর্ণ স্ক্রিপ্ট শোনার জন্য অপেক্ষা করছেন। সবকিছু ঠিক মত হলে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ সুরাজ বরজাতিয়ার পরবর্তী ছবির কাস্টিং সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
কার্তিক আরিয়ান বর্তমানে ‘Chandu Champian’ রিলিজের জন্য নিজেকে তৈরি করছেন এবং চলতি বছরের দীপাবলিতে Bhul Bhulaiya 3 নিয়ে আসছেন তিনি। ২০২৪ সালের শেষে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘arjun ustara’ সিনেমাতেও অভিনেতা অভিনয় করছেন। সুতরাং, বোঝাই যাচ্ছে অভিনেতা তার নানান কাজ নিয়ে ব্যস্ত এই মুহূর্তে।