বিদেশের মাটিতে হীরামান্ডির প্রিমিয়ারে নজর কাড়লেন কারা ?
Who caught the attention of the premiere of Heeramandi on foreign soil?

The Truth Of Bengal : ১৯৪০ সালের লাহোরের প্রেক্ষাপটে তৈরি গণিকাদের প্রাকস্বাধীনতা যুগে ভালোবাসা ও প্রতারণার গল্প উঠে আসবে হীরামান্ডিতে। এই সিরিজের হাত ধরে বহুদিন পর পর্দায় ধরা দিলেন ফারদিন খান ও মনীষা কৈরালা। বলাই বাহুল্য, সঞ্জয় লীলার অন্যান্য ছবির মত এই সিরিজের সেট হতে চলেছে জাঁকজমকপূর্ণ। ইতিমধ্যেই সিরিজের প্রথম ঝলকেই নজর কেড়েছেন মনীষা কৈরালা, রিচা চাড্ডা, সোনাক্ষী সিনহা, শরমিন সেহগল, অদিতি রাও হায়দারিরা।
একাধিক চরিত্রের লুক বলে দিচ্ছে যে ছবির গল্প স্বাধীন-পূর্ব ভারতের সময়কালে তৈরি। সঞ্জয় লীলা বনসালি তাঁর দুর্দান্ত দৃশ্যায়ন ও নিখুঁত, সূক্ষ গল্প বলার ধরনের জন্য খ্যাত। ফলে তাঁর সিরিজ দেখে দর্শক যে ফেলে আসা এক সময়কালে ফিরে যাবে, এবং ক্ষমতার লড়াই, প্রেম কাহিনি, স্বাধীনতালাভের জন্য সংগ্রামের মায়াজালে বাঁধা পড়বেন, সে বিষয়ে কোনও সন্দেহই নেই। এই সিরিজের মিউজিকের দায়িত্ব নিজে হাতে সামলেছেন পরিচালক সঞ্জয়লীলা বনসালি।
পয়লা মে ওটিটির পর্দায় মুক্তি পাবে সঞ্জয়লীলা বনসালির এই মোস্ট অ্যাওয়েটেড সিরিজটি। তার আগে লস এঞ্জেলস-এ সিরিজের প্রিমিয়ারে দেখা মিলল পরিচালক বনসালির। এই প্রিমিয়ারে পরিচালকের সঙ্গে আর কারা নজর কাড়লেন তাই এবার দেখে নেওয়া যাক।