আগুন ও জলের খেলায় মুক্তির খোঁজ, বাঙালি দর্শকে মুগ্ধ ছবির প্রযোজক
Film producer impressed with Bengali audience

The Truth of Bengal: এবারের কলকাতা চলচ্চিত্র উত্সবে যেসমস্ত ছবি নজর কেড়েছে তার মধ্যে অন্যতম বাঙালি পরিচালক লুব্ধক চ্যাটার্জির সিনেমা। হুইস্পায়ার অফ ফায়ার অ্যান্ড ওয়াটার। এই হিন্দি ছবির গল্প অনুযায়ী নায়ক একজন সাউন্ড ইন্সস্টোলেশনকারী।
ঝরিয়ার কোলিয়ারির শব্দে কীভাবে তার জীবন পাল্টে যায় তাই তুলে ধরা হয়েছে ছবিতে। সেক্ষেত্রে শব্দই হল এই ছবির মূল বিষয়বস্তু, এমনটাই জানালেন ছবির প্রযোজক বৌদ্ধায়ন মুখোপাধ্যায়। এই ছবির জন্ম কলকাতাতেই। তাই এই ছবির ভারতীয় প্রিমিয়ার কলকাতা চলচ্চিত্র উত্সবে হওয়ায় স্বাভাবিকভাবে বেশ খুশি ছবির প্রযোজক।
হুউসপারস অফ ফায়ার অ্যান্ড ওয়াটার। এই ছবিটি এবারের ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ভারতীয় ছবির প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করছে। তাই, লোর্কানো, সাওপাওলো চলচ্চিত্র উত্সবে সাড়া ফেলে দেওয়ার পর কলকাতা থেকে যদি সেরার শিরোপা জিতে নেয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।