ভোট পর্ব মিটতেই ছুটি কাটাতে কোথায় গেলেন টলি তারকারা?
Where did the Tolly stars go to spend their vacation after the end of the polls?

The Truth Of Bengal : চলছিল লোকসভা নির্বাচনের পর্ব। তবে ইতিমধ্যেই নির্বাচন সংক্রান্ত সমস্ত কাজ মিটে গিয়েছে। ভোটের কাজ মিথ্যা না মিথ্যেই শহর বহুদূরে পাড়ি দিলেন একাধিক টলি তারকারা। কিন্তু কোথায় গেলেন তারা? টলি জগতের কারা কারা আছেন সেই তালিকায়?
এই প্রথমবার ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালিনীকে নিয়ে কাটাতে শহরের বাইরে গিয়েছেন রাজ-শুভশ্রী। শুধু তাই নয় অন্যদিকে টলিউডের অন্যতম জনপ্রিয় দুটি বনী কৌশানি কেউ দেখা গেল একেবারে অন্য মেজাজে। সম্প্রতি কয়েকটি ছবি বেশ ভাইরাল হয়েছে।
প্রথমত, বনির এবং কৌশানি একটি করে ছবি ইনস্টাগ্রামে বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বনি ট্রলি হাতে বেশ খোস মেজাজে সোয়াগ সাথে দাঁড়িয়ে রয়েছেন। এদিন বনির পরনে ছিল ব্লু প্যান্ট এবং হোয়াইট টি শার্ট। চোখে রয়েছে সানগ্লাস। বিমানবন্দরে তোলা এই ছবি ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
View this post on Instagram
অপরদিকে, কৌশানি এয়ারপোর্টে দাঁড়িয়ে একটি ছবি তুলে তা পোস্ট করেছেন। এখানেও কৌশানিকে দেখা যাচ্ছে বেশ উত্স্ফুল। মাথায় হোয়াইট ক্যাপ চোখে সানগ্লাস একেবারে কিউট লাগছে এই জনপ্রিয় অভিনেত্রীকে। জানা যাচ্ছে টলিউডের আরেক জনপ্রিয় জুটি বনি-কৌশানি ছুটি কাটাতে একত্রে পাড়ি দিয়েছেন গোয়াতে।
View this post on Instagram
সবশেষে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী এবং শুভশ্রীকে দেখা গেল ছুটি কাটাতে যেতে। এই প্রথমবার ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালিনিকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে শহর ছেড়েছেন রাজ-শুভশ্রী। বাবা ও ছেলের হাসিমুখের ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কোনোভাবেই মেয়েকে সামনে আনেননি এই দম্পতি। জন্ম থেকেই মেয়েকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে করে রেখেছেন রাজ-শুভশ্রী।