নিকের একাধিক প্রেমিকার কথা জানতে পেরে কি বললেন প্রিয়ঙ্কা চোপড়া?
What did Priyanka Chopra say about Nick's multiple lovers?

Truth Of Bengal: টুইটারে সরাসরি মেসেজ করে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার নম্বর চেয়েছিলেন নিক জোনাস। প্রিয়ঙ্কার থেকে প্রায় ১০ বছরের ছোট নিক। অভিনেত্রী তখন অন্য এক সম্পর্কে জড়িত ছিলেন। তবে সেই সম্পর্ক যে বেশিদিন আর টেকসয় হবে না তা তিনি ভালোমতোই আঁচ করতে পারছিলেন।
এরপর নম্বর চাইতেই শুরু হয়ে যায় একে অপরের সাথে কথোপকথন। তবে শুধু যে প্রিয়ঙ্কা একাধিক সম্পর্কে ছিলেন তা নয়, অভিনেত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিকেরও ছিল একাধিক সম্পর্ক। তবে সবচেয়ে বেশি মিলি সাইরাস, সেলেনা গোমেজ় ও অলিভিয়া কুলপোর সাথেই নিকের সম্পর্ক নিয়ে বেশি চর্চা হয়েছে। এরা প্রত্যেকেই স্বক্ষেত্রে নামকরা। যদিও এদের মধ্যে কারও সাথেই নিকের সম্পর্ক টেকসয় হয়নি। তবে শেষমেশ প্রিয়ঙ্কা ও নিক একসাথে গাঁটছড়া বাঁধেন।
কিন্তু এখন প্রশ্ন নিকের প্রেমজীবনের কথা জানতে পেরে কী প্রতিক্রিয়া দেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সেদিকেই তাকিয়ে তাঁদের অনুরাগীরা। তবে সমাজমাধ্যমে প্রিয়ঙ্কা ও নিকের সুখী গৃহকোণের ছবি স্পষ্ট প্রকাশ পেয়েছে।তবে স্বামীর প্রাক্তন প্রেমিকাদের কথা জানতে পেরে অভিনেত্রীর কি খারাপ লেগেছিল? তাঁরই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানান, তাঁর বিন্দুমাত্র কোনও প্রভাব পড়েনি। এছাড়াও অভিনেত্রী আরও জানান, “এ সব বিষয়ে মাথা ঘামাই না, পাত্তাও দিই না। আমি আমার জীবনের বইয়েরে পাতা পিছন দিকে পড়ি না কখনও।”