বিনোদন

পরকীয়া তো আবার বাবা হওয়ার জল্পনা, নতুন পোস্ট করে কি লিখলেন নীলাঞ্জনা? 

What did Neelanjana write in a new post about speculations about becoming a father again?

Truth of Bengal: ২০০২ সালেসুব্রত সেনের ‘স্বপ্নের ফেরিওয়ালা’ ছবির মধ্যে দিয়ে নীলাঞ্জনা শর্মাবাংলার বিনোদন দুনিয়ায় পা রাখেন। পাশাপাশি এই ছবিতে ছিলেন যিশুও। আর সেখান থেকেই যিশু- নীলাঞ্জনার প্রেমকাহিনীর সূত্রপাত হয়। পরবর্তীতে বেশ কয়েকটি টেলিফিল্মে জুটি বেঁধে কাজ করতে দেখা গিয়েছিল যীশু-নীলাঞ্জনাকে। এরপরে তাদের ২০ বছরের দাম্পত্যে বিচ্ছেদের সুর শোনা যায়। এমনকি অভিনেতার পরকীয়ার খবরও সামনে আসেতাঁরই আপ্ত সহায়কের সঙ্গে।

সেইসাথে যিশুর বাবা হওয়ার খবরও আলড়ন ফেলে দিয়েছিল গোটা টলিউড দুনিয়া জুড়ে। যদিও এই নিয়ে অভিনেতাকে একটি কথাওবলতে শোনা যায়নি। এদিকে নীলাঞ্জনা এক সাক্ষাতকারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, নিজেকে নতুন করে সজ্জিত করে তোলার কথা। এমনকি দুই মেয়ের নামে নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন হাউজও খুলে ফেলেছেন অভিনেত্রী। সেখান থেকে প্রথম সিরিয়াল এসেছে আনন্দী।

এতদিন টানা যিশুর সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ‘যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রযোজনা সংস্থা’ চালিয়েছেন নীলাঞ্জনা। ডিভোর্সের কারণ নিয়ে সরাসরি মুখ না খুললেও নীলাঞ্জনার একাধিক পোস্টনতুন নতুন জল্পনা তৈরি করছে নেটপাড়ায়। তবে এবারে যিশু-পত্নীকে লিখতে দেখা গিয়েছে, ‘ইস যদি তখন আমার এত সাহস থাকত। যাই হোক, কখনো না হওয়ার থেকে দেরি হওয়া ভালো।

’ আসলে নীলাঞ্জনা এরকম বলেছেন কারন, ২০১৭ সালে নিজের শেয়ার করা একটি পোস্টই পুনরায় পূর্বউল্লিখিত ক্যাপশনে শেয়ার করতে দেখা গেছে নীলাঞ্জনাকে। বছরখানেক আগের সেই পোস্টে লেখা ছিল, ‘কখনো তোমার শুধু লাগে ২০ সেকেন্ডের পাগল করা সাহস। শুধু ২০ সেকেন্ডের লজ্জাজনক সাহস। আমি কথা দিচ্ছি, এর থেকে দারুণ কিছু হবে আপনার সঙ্গে।’

Related Articles