‘নাদানিয়া’ নিয়ে মন্তব্য শর্মিলার, পাল্টা ঠাকুমাকে কি বললেন ইব্রাহিম?
What did Ibrahim say to Sharmila's grandmother in response to her comment on 'Nadaniya'?

Truth Of Bengal: বলিউডের স্টারকিডদের মধ্যে অন্যতম সইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খান। সইফ-পুত্র হওয়ার সুবাদে খুব সহজেই বলিউডে ব্রেক পেয়েছেন ইব্রাহিম। এই অভিযোগে বার বার বিদ্ধ হচ্ছেন সইফ পুত্র। সম্প্রতি ইব্রাহিম আলি খান অভিনীত ‘নাদানিয়া’ মুক্তি পেয়েছে।
এই ছবি দিয়েই বলিউডে অভিষেক ঘটছে ইব্রাহিমের। তবে ছবিটি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। ইব্রাহিমের অভিনয় নিয়ে কাটাছেঁড়া এখনও অব্যাহত। আর এই সময়ই নাতি ইব্রাহিমের ছবি নিয়ে মুখ খুলেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। নাতি ইব্রাহিমের ‘নাদানিয়া’ নিয়ে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি একদমই পছন্দ হয়নি ছবি যদিও নাতিকে দেখতে সুন্দর লেগেছে পর্দায়।
সাক্ষাৎকার শর্মিলা জানিয়েছিলেন, “ছবিটি একবারেই ভালো নয়। যদিও ছবিতে ইব্রাহিমকে দেখতে খুব সুন্দর লেগেছে। ও ভালো কাজ করার চেষ্টাও করেছে। কিন্তু তা সত্ত্বেও বলব ছবিটা ভালো হতে পারত। কিন্তু হয়নি।” ঠাকুমার এই মন্তব্যের পর মুখ খুললেন ইব্রাহিম। কি বললেন নবাগত ইব্রাহিম?
তিনি জানেন, শর্মিলা ঠাকুরের মতো অভিনেত্রীর নাতি হওয়া কতখানি চাপের। ইব্রাহিম বলেন, ‘‘আমি জানি, ঠাকুরমা দেখেছে। বর্তমানে সব কিছু খুব কঠিন আগের তুলনায়। আমার ঠাকুরমার নাতি হওয়া কিংবা তাঁর সন্তান হওয়া বেশ কঠিন। কারণ, তিনি একজন বিরাট মাপের অভিনেত্রী ছিলেন। আমার বাবার উপরেও সেই চাপটা ছিল। আর সবে একটা মাত্র ছবি করেছি। এতেই সব প্রমাণ হয় না।’’ অর্থাৎ ঠাকুমার কথায় মন খারাপ নয় বরং আগামীতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, আরও ভাল কাজ করার উৎসাহ পেলেন সইফ-পুত্র।