২য় বরকে নিয়ে প্রকাশ্যে ভালোবাসার পোস্ট পিয়ার, পরমকে ট্যাগ করে কী লিখলেন তিনি?
What did he write about the 2nd bridegroom by tagging Pear, Param?

The Truth Of Bengal : ২০২১ সালে প্রথম বৈবাহিক জীবনের ইতি ঘটে তাঁর। কার কথা বলছো বলুন তো? নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কাকে নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ পিয়া এবং অনুপমের। বেশ কয়েক বছর পর ফাটল আসে তাদের বৈবাহিক জীবনে। অনুপম রায়ের সঙ্গে ডিভোর্সের কারণ নিয়ে অনেকেই টেনেছেন পরমব্রত চট্টোপাধ্যায়কে। তবে তখন গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অনেকেই। পরে গুজবই হয়েছিল সত্যি। এরপর ২০২৩ সালে নভেম্বরের কোন এক সকালে বিখ্যাত অভিনেতার সাথে বিয়ের খবর রীতিমতো শোরগোল ফেলেছিল টলিপাড়ায়।
মঙ্গলবার পিয়া তার ইনস্টা স্টোরিতেএকটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি পরমব্রতকে ট্যাগ করেন। এই নব দম্পতি নিজেদের ব্যক্তিগত জীবন সর্বদা গোপন রাখতেই পছন্দ করেন। পিয়ার শেয়ার করা স্টোরিতে দেখা যাচ্ছে একান্ত মুহূর্তে স্বামী-স্ত্রী। দুজনের হাতে রয়েছে কফির মগ। আর তার ক্যাপশনে লেখা রয়েছে, ” i love doing life with you”।
একসময় পরমব্রতর সঙ্গে অনুপম রায়ের ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। সেই বন্ধুত্বের সূত্রেই আলাপ হয়েছিল পিয়ার সাথে। কবিদের সময় ইয়াসের ত্রাণ বিলি করতে গিয়ে পরম- পিয়ার মধ্যে হয়েছিল বন্ধুত্বের সম্পর্ক। সেই বন্ধুত্ব পরবর্তীকালে আরো গভীর হয়। অবশেষে বন্ধুত্ব গড়ায় বিয়েতে।