অন্যের জীবনে রোদ হয়ে আসছে বিক্রম, প্রকাশ্যে বিক্রমের নতুন ছবি ‘সূর্য’-এর ট্রেলার

The Truth of Bengal : বড়পর্দায় আসছে বিক্রম চট্টোপাধ্যায়ের পরবর্তী ছবি সূর্য। চলতি মাসেই মুক্তি পাবে এই ছবি তার আগে মুক্তি পেল ছবির ট্রেলার। ছবির মুখ্য ভূমিকায় বিক্রমের পাশাপাশি দেখা যাবে মধুমিতা সরকার ও দর্শনা বণিককে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম। পরিচালক শিলাদিত্যের এই ছবি আগামী ১৯ শে জুলাই বড়পর্দায় মুক্তি পাবে। এদিন অভিনেতার নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার পোস্ট করে তার নিচে লেখেন, এক অদৃশ্য বন্ধন, অদেখা প্রেম আর অদানা বিশ্বাসের না বলা গল্প নিয়ে সূর্য আসছে
ছবিতে বিক্রমের বিপরীতে উমার চরিত্রে অভিনয় করছেন মধুমিতা ও দিয়া নামের চরিত্রে অভিনয় করছেন দর্শনা। ছবির ট্রেলারে বিক্রমের কোনও সংলাপ শোনা যায়নি। তবে পুরো ট্রেলার জুড়ে শুধু তারই কথা রয়েছে। যা থেকে স্পষ্ট ছবির গল্প তাঁকে ঘিরেই। ট্রেলারে বেশ কিছু সংলাপে শোনা গিয়েছে, কীভাবে সূর্য নিজেকে ভিতর থেকে পড়িয়ে মেঘের ফাঁক থেকেও এক চিলতে রোদ দিয়ে সবার জীবনে আলো এনে দেয়।
সম্প্রতি বিক্রমের আরও একটি ছবি মুক্তি পায় যার সামাজিক বার্তা দর্শকদের মন জয় করে নেয়। সূর্য ছবিতে তাঁর চরিত্রও যে দর্শকদের মন জিতে নেবে তা নিয়ে আশাবাদী নির্মাতারা। ছবির ট্রেলারেই মধুমিতা ও দর্শনার লুকও যথেষ্ট নজর কাড়ে। এছাড়াও ছবির আবহ সঙ্গীতও দর্শকদের বিশেষ ভাবে আপ্লুত করে। ইতিমধ্যেই ছবির একটি গান মুক্তি পেয়েছে। সব মিলিয়ে ছবির কলাকুশলীদের এই পরিশ্রম কতটা রঙ আনে তা জানা যাবে আগামী ১৯ জুলাই।